যে মানুষগুলো আমাদের জন্য রাজপথে নেমেছিল, তাদের পাশে দাঁড়ানো আমাদেরই দায়িত্ব।

আপনার এলাকার শহীদ কিংবা আহতদের কথা আমাদেরকে জানান। আমরা তাদের খোঁজটুকু হলেও নিতে চাই, সামান্য কিছু নিয়ে হলেও পাশে দাঁড়াতে চাই।

'দায়িত্ব'-এর হয়ে শহীদ পরিবার কিংবা আহতদের গল্পগুলো তুলে আনার দায়িত্ব পালন করতে চাইলে

দেশটা আমাদের। দায়িত্বও আমাদের।

বিপ্লব পরবর্তী সময়ে কিছু গুরু দায়িত্ব আমাদের কাঁধে বর্তেছে। 

শহীদ ভাইয়ের লাশ দাফনের পর ফিরে এসে তার পরিবারকে দেখার দায়িত্ব। রাজপথের সঙ্গী আহত সহযোদ্ধাদেরকে এক মুহূর্তের জন্যেও অসহায় বোধ করতে না দেয়ার দায়িত্ব। 

সাথে এই আত্মত্যাগের গল্প গুলো বুকে ধারণ করা এবং পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণের দায়িত্ব।

Trending বীরদের গল্পগুলো

আহত

“আমরা তো মরনের লেইগাই আইসি। আমরা গুলি খামু, মরমু এই লেইগাই আইসি। আমার ভাইদের মারল কেন? আমার ভাইদের জন্য আমি নিজেও মরতে পারি…” শিহান বলছিল কথাগুলো।। যাত্রাবাড়িতে মুহুর্মুহু গুলি করে মানুষগুলোকে নির্মমভাবে হত্যা করার যে ভিডিওটা দেখে আমরা সবাই শিউরে উঠেছিলাম, সেখানকার সম্ভবত একমাত্র সারভাইভার শিহান। বাসায় মিথ্যা বলে ভোলা থেকে ঢাকায় চলে এসেছিল ও। […]

নিহত

“সবাই আনন্দ উল্লাস করতেসেন, আমাদের তো কোনো আনন্দ নাই। রাস্তায় বের হইলে সবার মুখে হাসি দেখে অনেক কষ্ট লাগে। আমাদের বাসার কেউ কোনো মিষ্টি খায় নাই…” শহীদ রাসেলের সদ্য বিধবা স্ত্রী মুক্তা আপা চোখের পানি মুছতে মুছতে বলছিলেন কথাগুলো। পুরোটা সময় তিনি একটুও না কেঁদে, নিজেকে ধরে রেখে রাসেল ভাইয়ের গল্পগুলো বলেছেন, কিন্তু এখানে এসে […]